লক্ষ্মীপুর,বিজয় বার্তা ২৪
লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামে জোড়া খুনের ঘটনায় একটি মামলা করা হয়েছে। শুক্রবার রাতে ১৮ জনকে আসামি করে মামলাটি করা হয়।
এদিকে মামলার বিষয় নিশ্চিত করে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলার সহকারী পুলিশ সুপার (সদর) মো. জুনায়েত কাউছার বলেন, এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজীবপুর গ্রামের প্রয়াত সেকান্দর মিয়ার ছেলে ইসমাইল হোসেন মানিক (৪৫) ও শামছুল করিমের ছেলে কামরুল ইসলামকে (২৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত দুজন প্রতিবেশী এবং সম্পর্কে চাচা-ভাতিজা।
নিহত কামরুলের মামা নূর আলম ও মানিকের স্বজনরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে ওই দুজনকে ঘর থেকে ডেকে নেয়। এর পর তারা আর ঘরে ফেরেননি। সকালে ওই গ্রামের নবী উল্লাহর দোকানের পাশে তাঁদের দুজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।