লক্ষ্মীপুর,বিজয় বার্তা ২৪ ডট কম
লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুদ্র ছাত্রলীগ নেতাকর্মীরা ১০টি গাড়ী ভাংচুর করে। এতে করে উভয় পক্ষের ২ ছাত্রলীগ নেতা আহত হয়।
আজ বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রলীগের একাধিক নেতা জানায়, দালাল বাজার কলেজের ছাত্রীকে উত্ত্যক্ত করার নিয়ে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে উত্তেজনা চলছিলো। এঘটনাকে কেন্দ্র করে দালাল বাজার কলেজ ছাত্রলীগের আহ্বায়ক অনিককে মারধর করে সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ককনকারী।
ওই ঘটনার পর আজ সন্ধায় সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী প্রস্তুতি সভা চলাকালীন অবস্থায় জেলা ছাত্রলীগের সভাপতি এসে কনক কারীকে মারধর করে । এতে সদর থানা ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হলে শুরু হয় ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষ । এসময় তারা শহরের আলীয়া মাদ্রাসর সামনেসহ কয়েকটি স্থানে অন্তত ১০টি গাড়ী ভাংচুর করে। পরে উত্তেজিত নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সদর থানা ছাত্রলীগের আহ্বায়ক জিসাদ আল নাহিয়ান বলেন, দালাল বাজার কলেজে ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে তুচ্ছ ঘটনা ঘটে। তারই সূত্র ধরে আজ সন্ধায় সদর উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি সভায় পূনরায় উত্তেজনার সৃষ্টি হয় । এসময় হঠাৎ করে উভয় পক্ষ্যের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিব হোসেন লোটাস বলেন, সদর উপজেলা ছাত্রলীগে উদ্যোগে সন্ত্রাস প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা চলছিলো। এসময় হঠাৎ জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহামুদুন্নবী সোহেল পুর্ব ঘটনাকে কেন্দ্র করে কনকের উপরে হামলা করে। বিষয়টি আমি কেন্দ্রীয় কমিটির নেতাদের জানিয়েছি।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহামুদুন্নবী সোহেল বলেন, সদর ছাত্রলীগের প্রস্তুতি সভার সংঘর্ষ সম্পর্কে আমি কিছুই জানি না।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার) জুনায়েদ কাউচার জানান, সংঘর্ষের খবর শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষতিগ্রস্থ গাড়ির মালিক গন অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।