বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন উত্তর লক্ষণখোলা কড়ইতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা এক মাদক বিক্রেতা গ্রেফতার করেছে র্যাব ১১ সদস্যরা। এসময় তার হেফাজত থেকে ৩ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে র্যাবের মিডিয়া অফিসার মাহমুদুল হাসান এক প্রেস রিলিজ দিয়ে নিশ্চিত করেছেন। এর আগে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মোঃ জারজি হোসেন ধামগড় সেনাবাড়ি এলাকার মোঃ আহম্মেদ আলীর ছেলে।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত মোঃ জারজি হোসেন দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা
সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের বন্দর থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। শুক্রবার রাতে তাকে ৩ কেজি গাজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।