নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
২৬ জানুয়ারি ২০১৬ ইং তারিখ ১৮.৩০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি মোঃ মাহমুদ উর রশীদ, পিপিএম এর নেতৃত্বে নরসিংদী জেলার সদর থানাধীন মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড ছোট গদাইচর গাংপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মোমেন মোল্লা (৫৫), পিতা-মৃত শামছুল হক, সাং- বাড়ী নং-৩৮, মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড ছোট গদাইচর গাংপাড়া, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদীকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১৬৭ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ১,৩৬,৫৪০/- টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ নরসিংদী সদর থানাধীন মাধবদী ছোট গদাইচর গাংপাড়া এলাকায় খুচরা ও পাইকারীভাবে উল্লেখিত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। র্যাব-১১ এর একটি চৌকশদল দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে তাকে উল্লেখিত মাদকদ্রব্যসহ হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।এ সংক্রান্তে আসামীর বিরূদ্ধে নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা রূজু করা হয়েছে।