বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র সফিকুল ইসলামের হত্যাকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসলাম ভূইয়াকে (৪৫) আটক করা হয়েছে।
সোমবার রাত ১ টায় র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল এএসপি মোঃ বাবুল আখতার এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ধরিকান্দি সরকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা তাকে আটক করে।
আটককৃত আসামী, আসলাম ভূইয়া (৪৫) রুপগঞ্জ থানার ধরিকান্দি উপজেলার সরকারপাড়া এলাকার মৃত ওয়াজী উদ্দিন ভূইয়ার ছেলে।তার নামে জেলার রূপগঞ্জ থানার মামলা রয়েছে। যার নং-০৯(১১)০৫ এবং জিআর নং-৫১৬/০৫।
প্রেস বিজ্ঞপ্তিতে জনান উক্ত আসামী খুনী আসলাম ভূইয়া তার সন্ত্রাসী দল নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ২০০৫ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র সফিকুল ইসলামকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এ সংক্রান্তে রূপগঞ্জ থানায় মামলা রুজু হলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী আসলাম ভূইয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আসামী দীর্ঘ ১২ বছর যাবৎ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। আইন-শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন যাবৎ তাকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চাল্লাচ্ছিল। ঘটনাটি বিভিন্ন জাতীয়/স্থানীয় পত্রিকায় ব্যাপক ভাবে প্রচারিত হলে বিষয়টি র্যাব-১১ এর গোচরীভূত হয় এবং র্যাবের গোয়েন্দা দল তার উপর নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় উক্ত যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আসলাম ভূইয়াকে গ্রেফতার করা হয়। আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।