বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১০টায় র্যাব-১১ এর অভিযানে চাষাঢ়া রেলের ঘন্টি ঘরের সামনে থেকে চিহ্নিত চাঁদাবাজ নির্মল রায় ওরফে ঘোষাইকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাড়া রেল গেইট রেলের ঘন্টি ঘরের সামনে একজন নেশাগ্রস্ত ব্যক্তি ০১টি পিস্তল দিয়ে ভয় ভিতি প্রদর্শন পূর্বক চাঁদাবাজি করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই পূর্বক মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১০টায় এএসপি শাহ শিবলী সাদিক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে আসামী নির্মল রায় ওরফে ঘোষাইকে একটি নকল পিস্তল, ০১ পুড়িয়া হেরোইন, মোবাইল সেট ০৩টি, চাঁদাবাজির নগদ ১,৩০০/- (এক হাজার তিনশত) টাকা ও মাদক রাখার ছোট ব্যাগসহ (চেইন যুক্ত) হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত চাদাবাজ নির্মল ওরফে ঘোষাই ৭০/২ উত্তর চাষাঢ়া এলাকার মৃত নগেন্দ্র রায় এর ছেলে।
উল্লেখ্য উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভুয়া সাংবাদিকের পরিচয় দিয়ে নকল পিস্তল প্রদর্শন পূবর্ক ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত আসামীর নিকট হতে একটি ভূয়া সাংবাদিকতার আইডি কার্ড পাওয়া যায়। এবং গ্রেফতারকৃত আসামী স্থানীয় এলাকায় ঘোষাই নামে পরিচিত।