বিজয় বার্তা ২৪
র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্প কর্তৃক দেশীয় অস্ত্রসস্ত্রসহ বেগমগঞ্জের চাঞ্চল্যকর নিপু হত্যা মামলার দুই জন আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহষ্পতিবার দিনগত রাত ৪ টা ৪০ মিনিটে র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ভববদ্রির চাঞ্চল্যকর নিপু হত্যা মামলার এজাহারনামীয় ০২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
র্যাব-১১ এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৩০/০৩/১৬ তারিখ ইং তারিখে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চাঁদকাশিমপুর সাকিনস্থ খুরশিদা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রিকেট খেলা দেখার এক পর্যায়ে পূর্ব শত্র¦তার জের ধরে কতিপয় সন্ত্রাসী ভিকটিম নুর মোহাম্মদ ওরফে নিপু (২০), পিতাঃ খোরশেদ আলম, সাং-চাঁদকাশিমপুর, থানাঃ বেগমগঞ্জ ও জেলাঃ নোয়াখালী এর উপর পূর্ব পরিকল্পিতভাবে আক্রমন করে এবং তাদের হাতে থাকা ব্যাট, স্ট্যাম্প, লাঠিশোঠাসহ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দ্বারা এলোপাতাড়ি মারধর করে এতে মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে নিপুর মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তখন থেকেই র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্প ঘটনাটি নজরে আনে এবং গোপনে ঘটনার সঠিক তথ্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৫/০৫/১৬ তারিখ রাত্র অনুমান ০০.৫০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ঘটনায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মামলা নং ০২ তারিখ ০১/০৪/১৬ ধারাঃ ১৪৩/৩০২/৩৪ দঃ বিঃ (নিপু হত্যা মামলা) এর এজাহারনামীয় কয়েকজন পলাতক আসামী অবৈধ অস্ত্রশস্ত্রসহ ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য বেগমগঞ্জ থানাধীন আলাইপুর ইউপির ভববদ্রি এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে আভিযানিক দলটি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করতঃ অনুমতিক্রমে তথায় গমন করে এবং ভোর অনুমান ০৪.৪০ ঘটিকার সময় আসামী ১। মোঃ হুমায়ন (২৩) (এজাহারভূক্ত ১নং আসামী), পিতাঃ আবু তাহের, চৌকিদার বাড়ী, ২। ইয়াকুব (২৪) (এজাহারভূক্ত ৩নং আসামী), পিতাঃ মৃত আব্দুর রহমান ওরফে কালা মিয়া, তোয়ার বাড়ী, উভয় সাং-চাঁদকাশিমপুর, থানাঃ বেগমগঞ্জ ও জেলাঃ নোয়াখালীদ্বয়কে ভববদ্রি সাকিনের ছয়ানী সড়কের পশ্চিম পার্শ্বে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের পিছন থেকে পালানোর চেষ্টাকালে দেশীয় ধারালো ০২ টি চাপাতি, ০১ টি চাকু এবং ০১ টি ছোরাসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ১ ও ২নং আসামীদ্বয় প্রত্যক্ষভাবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথাসহ অপরাধ সংঘটনের জন্য অস্ত্রশস্ত্র নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। অতঃপর আটককৃত আসামীগণের বির¦দ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রকিয়াধীন রয়েছে।