বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে ঢাকার ডেমরা থেকে ০২ জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।
রাতে মধ্য সানারপাড় সাকিনস্থ লন্ডন মার্কেট ৩১৩/১ ডগাইর পূর্ব পাড়া, নুরজাহান মেডিসিন হোম এর ভিতর হইতে ভুয়া ডাক্তার মোঃ চাঁন মিয়া(৪২)’ কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারের নিকট হতে মোবাইল ফোন, নগদ টাকা, চিকিৎসা প্যাড, ভিজিটিং কার্ড, সীল, ভেজাল ঔষধ জিনসিন সিরাপসহ জব্দ করা হয়।
র্যাব-১১, ব্যাটালিয়ন সদর এর আরও একটি আভিযানিক দল একই স্থান হইতে ভুয়া ডাক্তার মোঃ মর্তুজা আলী(৩৫)’ কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারের নিকট হতে মোবাইল ফোন, নগদ টাকা, চিকিৎসা প্যাড, সিগমোম্যানোমিটার, স্টেথোস্কোপ, লিফলেট ভিজিটিং কার্ডসহ জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় ভুয়া ডাক্তার মোঃ চাঁন মিয়া(৪২), মাদারীপুর জেলার শিবচর থানাধীন যোগদাহের মাঠ এলাকার ইনাই হাওলাদার এর ছেলে এবং মোঃ মর্তুজা আলী(৩৫) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানাধীন পুকুরিয়া এলাকার পিতা-মৃত আব্দুল গফুর এর ছেলে। তারা দীর্ঘদিন যাবৎ নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে “নুরজাহান মেডিসিন হোম এর ভিতর ” নিয়মিত রোগীদের বিভিন্ন ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা ও ভেজাল ঔষধ দিয়ে আসছিল। র্যাবের অভিযানিক দল নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তাদের ডাক্তারী সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তারা কোন ডাক্তারী সনদ ও বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেনি। গ্রেফতারকৃত আসামীদ্বয় নিজেদেরকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখে ও ভেজাল ঔষধ দিয়ে মূলত রোগীদের সাথে বিশ^াসভঙ্গ ও প্রতারণা করে আসছিল। ভুয়া ডাক্তরদের দৌরাত্ম বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।