বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার বেলা সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় র্যাব-১১ এর অভিযানে মানিক (৪৮) নামে একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্র্র্রেফতার করা হয়েছে।
এসময় র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এর এএসপি মোঃ নাজিম উদ্দীন আল আজাদ এর নের্তৃত্বে নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত মো. মানিক মিয়া নারায়ণগঞ্জ জেলার বন্দর খানার সোনাচড়া গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আন্তঃ জেলা ডাকাত মোঃ মানিক মিয়া বন্দর থানার মামলা নং-১৯ তারিখ ১৩/০২/১৫ ধারা ঃ ৩৯৯/৪০২ পেনাল কোড এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। উল্লেখ্য, তার বিরুদ্ধে বন্দর থানার মামলা নং-৪০ তারিখ ২৫/০৬/১৫ ধারা ঃ ৩২৩/৩৭৯/৪১১ পেনাল কোড এবং ডেমরা থানার মামলা নং-০৩(০৪)১২ ধারা ঃ ৩৯৯/৪০২/৪১২ পেনাল কোড এর চার্জশীট ভূক্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে নরসিংদী মডেল, সাভার, রূপগঞ্জ, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা মোকদ্দমা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আন্তঃ জেলা ডাকাত মোঃ মানিক মিয়া রূপগঞ্জ, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, নরসিংদী মডেল, সাভার থানায় এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছিল। সে কৌশলে আত্মগোপন করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ধরা ছোয়ার বাহিরে ছিল। র্যাব-১১ এর গোয়েন্দা দল দীর্ঘদিন যাবৎ তার গতিবিধি নজরদারীতে রেখে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে। আসামীকে বন্দর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।