বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
রাতে থানাধীন জালকুড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। মোঃ আলিম উদ্দিন (৫০), ২। আঃ আলি (৪৬) এবং ৩। মোঃ করিম হোসেন (৩৫)। এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে ১.৫ কেজি গাঁজা, ৬০ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন ও মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৩০ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আলিম উদ্দিন ও আঃ আলি পরষ্পর সহোদর ভাই। তারা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি মাতবর বাজার এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে এবং অপর আসামী মোঃ করিম হোসেন একই এলাকার মৃত ওসমান আলীর ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।