নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ বাহনীর অভিযানে পরিমান ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ মাদক পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার। শনিবার বেলা পৌনে ১২ টায় র্যাব-১১’র এএসপি মো:আলমগীর হোসেন,পিপিএম এর নেতৃত্ব একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার রিনালয় সিএনজি ফিলিং ষ্টেশনের পিছনে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ১৪ হাজার ৫’শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট,১ বোতল হুইস্কি,মাদক বিক্রির নগদ ১লাখ ৪০হাজার ৭’শ ৩২টাকা ও ৩টি মোবাইল সেটসহ তাদেরকে গ্রেফতার করে।
ধৃত মাদক পাচারকারী চক্রের সদস্যরা হলো, কক্সবাজার জেলার টেকনাফ থানার নিলাবাজার এলাকার মৃত ওসমান গনির ছেলে মো:ইসমাঈল (৩২) ও কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বাহিরচর এলাকার মৃত এনায়েত উল্লাহর ছেলে মো:জোনায়েদ বাগদাদী (১৯)।
একই দিন বিকাল ৪টায় র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়কের পক্ষে লে:কমান্ডার গোলজার হোসেন জানায়, ধৃত মোঃ ইসমাইল নিয়মিত ভাবে কক্সবাজার হতে ইয়াবা এনে এই এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছিল। দীর্ঘদিন ধরে র্যাব-১১’র গোয়েন্দা দল তার গতিবিধি নজরদারীতে রাখে এবং ক্রেতা সেজে কৌশলে তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের চেষ্টা চালায়। অবশেষে উক্ত স্থানে ইয়াবাসহ তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হলে র্যাব-১১ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে সফল হয়। সে প্রতিমাসে এরকম ৪/৫ বার বড় ধরনের ইয়াবার চালান নিয়ে এসে এখানে তার মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল। জড়িত মাদক পাচারকারীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।