নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে র্যাব -১১’র অভিযানে ফেন্সিডিলসহ দুই নামদারী সাংবাদিকসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮ টায় টানবাজার আশা হল সংলগ্ন মোহাম্মদ কমপ্লেক্সে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬৭ বোতল ফেন্সিডিলসহ কুত্তা কামাল (৩৮), জুয়েল (৩০), আবু সাইদ (২৮),আনোয়ার (৩৭) নামে এই চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার ইজ্জত আলীর ছেলে কুত্তা কামাল (৩৮), মৃত জুলহাসের পুত্র জুয়েল (৩০), বেপারীপাড়া এলাকার সোলেমানের ছেলে আনোয়ার হোসেন (৩৭) এবং কাশিপুর ফরাজিকান্দার বাহাউদ্দিনের ছেলে আবু সাইদ (২৮)।
র্যাব-১১,সিপিসি-১ এর কালিরবাজার শাখার একটি সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮ টায় টানবাজার আশা হল সংলগ্ন মোহাম্মদ কমপ্লেক্সের ইসমাইলের কুনিং কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১১, সিপিসি-১’র এএসপি মশিউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নামদারী সাংবাদিক চার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেন। এই নামদারী সাংবাদিক চক্রটি দীর্ঘদিন ধরে মাদক ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার ইজ্জত আলীর ছেলে কুত্তা কামাল (৩৮), মৃত জুলহাসের পুত্র জুয়েল (৩০), বেপারীপাড়া এলাকার সোলেমানের ছেলে আনোয়ার হোসেন (৩৭) এবং কাশিপুর ফরাজিকান্দার বাহাউদ্দিনের ছেলে আবু সাইদ (২৮)। এসময় তাদের কাছে ১৬৭ বোতল ফেন্সিডিল, পরিত্যক্ত ৩৮টি ফেন্সিডিলের খালি বোতল, ৬টি দামী মোবাইল ফোন, মাদক বিক্রির ২০ হাজার ৬শত ৫০ টাকা ও আবু সাইদ ও জুয়েল নামে দুইজনের কাছে আজকের বাংলাদেশ টুয়েন্টিফোর ডট কম নামে দুইটি সাংবাদিকের আইডি কার্ডসহ জুয়েলের কাছে দৈনিক দেশকণ্ঠ পত্রিকার ভিজিটিং কার্ড ও প্রেস লেখা সংযুক্ত ২টি মোটর সাইকেল পাওয়া গেছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল খানায় মামলা দায়ের প্রস্তুত্তি চলছে।