বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গী, সন্ত্রাসী ও উগ্রপন্থিদের দমন এবং দেশের সামগ্রিক আইন-শৃংখলা রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি দেশীয় সংস্কৃতির সুষ্ঠু বিকাশেও র্যাব সদা সচেষ্ট।
দুঃখজনক হলেও সত্য যে অডিও-ভিডিও পাইরেসি ও চলচ্চিত্রে অশ্লীলতার কারনে এই শিল্প দুটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। এতে সুস্থধারার চলচ্চিত্র নির্মাতা, লগ্নিকারী ও শিল্পীদের পাশাপাশি গায়ক-গায়িকা এবং অডিও শিল্পের সাথে সম্পৃক্ত সকলেই ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন। দেশীয় সংস্কৃতিকে রক্ষায় চলচ্চিত্রে অশ্লীলতা ও অডিও-ভিডিও পাইরেসি বিরোধী টাস্কফোর্সের অংশ হিসেবে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে।
বিগত কয়েক মাসে র্যাব-১১ কর্তৃক নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পর্ণোগ্রাফি ও পাইরেসির সাথে জড়িত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এসকল অভিযানে বিপুল পরিমাণ সিডি, ডিভিডিসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। পাইরেসি ও অশ্লীলতার বিরুদ্ধে চলমান তৎপরতার ধারাবাহিকতায় গত ১৮ মার্চ ২০১৮ তারিখ ১৯০০ ঘটিকা হতে ২৩৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১১ ও চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি বিরোধী টাস্কফোর্স এর সদস্যদের সমন্বয়ে গঠিত আভিযানিক দল নরসিংদী জেলার মাধবদী থানাধীন সোনার বাংলা মার্কেট ও স্কুল মার্কেট এবং নারায়নগঞ্জ জেলার সদর থানাধীন রেলওয়ে মার্কেটে অভিযান পরিচালনা করে পর্ণোগ্রাফি ও পাইরেসির সাথে জড়িত ২৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৪ টি মনিটর, ২৪ টি সিপিইউ ও ১৭৯৬ টি পাইরেটেড সিডি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ
১। মোঃ ডালিম (২৫), পিতা-করিম, সাং-আলিপুর, থানা+জেলা-নরসিংদী, ২। মোঃ কাওছার (২২), পিতা-মিজান মিয়া, সাং-আলিপুর, থানা+জেলা-নরসিংদী, ৩। মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-মোঃ হাবিবুল্লাহ, সাং-কামলিয়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৪। মোঃ রাসেল মিয়া, (২৫), পিতা-আবুল হাসেম, সাং-নাগুরিয়া কান্দি, থানা+জেলা-নরসিংদী, ৫। মোঃ ইব্রাহিম (৩০), পিতা-মোঃ ওহেদ আলী, সাং-কোতালীচর (দড়িকান্দি), থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৬। মোঃ নাহিদ হাসান (২২), পিতা-মোঃ কামরুজ্জামান, সাং-নুরালাপুর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৭। এরশাদ মিয়া (২৬), পিতা-মৃত আব্দুর সাত্তার, সাং-লামাবায়েক, থানা-আশুগঞ্জ, জেলা-বি-বাড়ীয়া, এ/পি-নোয়াপাড়া, মাধবদী, নরসিংদী, ৮। মোঃ সেলিম (২১), পিতা-মোঃ সুলতান মিয়া, সাং-নরেশরদী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ৯। মোঃ সোহাগ মিয়া (২৫), পিতা-জাকির হোসেন, সাং-বিরামপুর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ১০। কাজী জুয়েল (২৬), পিতা-কাজী জলিল, সাং-আলিপুর, থানা+জেলা-নরসিংদী, ১১। মোঃ শামীম (২৭), পিতা-মৃত ওহেদ আলী, সাং-আলিপুর, থানা+জেলা-নরসিংদী, ১২। মোঃ ইদ্রিস মিয়া (৪০), পিতা-আব্দুল মালেক মিয়া, সাং-হাসনাবাদ মধ্যপাড়া, থানা-রায়পুর, জেলা-নরসিংদী, এ/পি-মাধবদী ফায়ার সার্ভিস নরসিংদী, ১৩। মোঃ শামীম মিয়া (২৫), পিতা-জয়ধর আলী, সাং-মাধবদী বিরামপুর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ১৪। মোঃ রাজু আহমেদ (২৩), পিতা-জাকির হোসেন, সাং-কোদালিচর (দড়িকান্দি), থানা+জেলা-নরসিংদী, ১৫। কাজী দিপু (২০), পিতা-মৃত কাজী লিল মিয়া, সাং আলীপুর, থানা+জেলা-নরসিংদী, ১৬। মোঃ মামুন মিয়া (২৮), পিতা-মালু মিয়া, সাং-আলিপুর, থানা+জেলা-নরসিংদী, ১৭। মোঃ ইউসুফ মিয়া (২২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-শ্যামতলী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী, ১৮। কাজী বিল্লাল (২০), পিতা-কাজী রবিউল মিয়া, সাং-আলিপুর, থানা+জেলা-নরসিংদী, ১৯। মোঃ শাকিল মিয়া (২৪), পিতা-আবুল হোসেন, সাং-বাহাদুরপুর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, ২০। মোঃ মনির হোসেন (৪০), পিতা-মোঃ আমির হোসেন, সাং-ককটিয়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, এ/পি-নিউ চাষাড়া জামতলা, থানা+জেলা-নারায়ণগঞ্জ, ২১। মোঃ রবিন দেওয়ান (৪২), পিতা-মৃত ওসমান গনি দেওয়ান, সাং-আড়িয়ানা, থানা-টুংগিবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, এ/পি-সাং-আমিন আবাসিক এলাকা বন্দর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ২২। মোঃ আকাশ (৩৬), পিতা-মৃত মঙ্গল মিয়া, সাং-এনায়েত নগর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২৩। মোঃ মাসুদ আলম (২৮), পিতা- মোঃ আলি খান, সাং-ভিংগুলিয়া, থানা-হাইমচর, জেলা-চাঁদপুর, এ/পি-সাং-পূর্ব মচিনাবন্দ গুপনগর থানা+জেলা-নারায়ণগঞ্জ ও ২৪। মোঃ মাসুদ রানা (৩৭), পিতা-মৃত শুকুর আলী, সাং-খাঁনপুর মেইনরোড, থানা+জেলা-নারায়ণগঞ্জ।
এ ধরনের অসাধু ব্যক্তিদের অপতৎপরতায় বাংলাদেশের ফিল্ম ও মিউজিক ইন্ডাস্ট্রি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অশ্লীলতা প্রচারের মাধ্যমে তারা একদিকে যেমন যুব সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে অন্যদিকে তেমনি অপসংস্কৃতি প্রচারের মাধ্যমে আমাদের সুদীর্ঘ সময়ের লালিত সামাজিক মূল্যবোধকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তাদের অপরাধমূলক কর্মকান্ডের ফলে যুবসমাজের মধ্যে বিকৃত রুচির প্রচার ও প্রসার লাভ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।