বিজয় বার্তা ২৪ ডট কম
গত ২ ফেব্রুয়ারি বৃহসপতিবার সন্ধ্যা ৭টায় র্যাব-১১, সিপিএসসি আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা এবং মোঃ শহিদুল ইসলাম টিটু, প্রধান সমন্বয়কারী, এন্টি পাইরেসী এ্যাকশন টিম, ১৭/২ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০ এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ৫৬ এস.এম মালেহ রোডস্থ হাবিব শপিং কমপ্লেক্স এর নীচ তলার বিভিন্ন দোকানের সামনে পর্ণোগ্রাফী ও পাইসেরী বিরোধী অভিযান পরিচালনা করে পর্ণোগ্রাফি ও পাইরেসী চক্রের সক্রিয় সদস্য আসামী ১। মোঃ অনিক হোসেন (১৯), পিতা-মোতালেব হোসেন, সাং-দক্ষিণ নরসিংপুর (ছাত্তার ভিলা) , থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ আলমগীর হোসেন @ সুজন (১৯), পিতা-মোঃ শাহ আলম, সাং-চামটা কাজীবাড়ী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি-আজিম মার্কেট (বাবুলের বাড়ী), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। আল-আমিন (১৮), পিতা-রফিকুল ইসলাম, সাং-সাবদী বন্দর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ শুভ (১৮), পিতা-মনির হোসেন, সাং-মধ্য নরসিংপুর (বেপারী বাড়ী), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ হাসান (১৮), পিতা-মোঃ নাছির উদ্দিন, সাং-২নং মধবপাশা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার পূর্বক তাদের দখল হতে পর্ণোগ্রাফি ও পাইরেসীর কাজে ব্যবহৃত ১৬ টি মনিটর, ১৬ টি সিপিইউ, ০৪টি কী-বোর্ড, ০২ টি মাউস উদ্ধার করা হয়। উল্লেখ্য, অভিযান চলাকালে কৌশলে অজ্ঞাতনামা ১৫/২০ জন আসামী পলায়ন করে। উপরোক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ তাদের নিজেদের কাছে কম্পিউটারের সিপিইউতে পর্ণোছবি (নীল ছবি), বিভিন্ন শিল্পীদের অশ্লীল গান, সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির কপিরাইট করে রেখে অবৈধভাবে ব্যবসা করে আসছিল। উঠতি বয়সী তরুন তরুনী সহ বিভিন্ন ক্রেতাদের নিকট তাদের কম্পিউটারে সংরক্ষিত অশ্লীল অডিও, ভিডিও গান, নীল ছবি ডাউন লোড, চলচ্চিত্রের বিভিন্ন সদ্য মুক্তিপ্রাপ্ত ছায়াছবি কপিরাইট করে সিডি, পেনড্রাইভ, কার্ড রিডার এর মাধ্যমে মেমোরীতে ডাউনলোড করে ব্যবসার মাধ্যমে যুব সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছিল। বিষয়টি র্যাব-১১ এর গোচরীভূক্ত হলে র্যাব-১১ এর একটি চৌকশদল দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে উপরোক্ত আসামীদের উল্লেখিত পর্ণোগ্রাফী ও পাইসেরীর কাজে ব্যবহৃত কম্পিউটার সরঞ্জামাদিসহ হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ কপিরাইট আইনে মামলা রুজু করা হয়েছে।