বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব পরিচয়ে মোবাইল ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ছাত্রলীগ সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজু। রোববার রাতে উপজেলার খাসনগর এলাকার রয়েল রিসোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে গ্রেপ্তারকৃত দুইজনকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে পুলিশ রিমান্ড মুঞ্জর করে। বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর উপজেলার মোগরাপাড়া এলাকায় প্রাইভেটকারে যাওয়ার সময় ‘আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে’ দুই সহযোগীকে নিয়ে রাজধানীর একটি মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী ও মামলার বাদী সুমনের গাড়ি থামিয়ে ২৮৩টি মোবাইল ছিনতাই করে ছাত্রলীগের এই দুই নেতা। পরে তিনি সোনারগাঁ থানায় ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। ছাত্রলীগের এই দুই নেতার বিরুদ্ধে এর আগেও ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে একাধিক মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, ২০২১ সালে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান রবিনকে পদ থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ। আর ২০১৯ ডাকাতির মালামালসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় সোনারগাঁও পৌরসভার ছাত্রলীগের সেক্রেটারি শাহরিয়ার হাসান খান সাজুকে বহিস্কার করে উপজেলা ছাত্রলীগ।