নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
র্যাব-১১ অভিযানে ৭০ পিছ ইয়াবাসহ ডিজে মাসুদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা শাহী বাজার কুমিল্লা সমিতি মডেল স্কুল এন্ড কলেজর গেটের সামনে থেকে মাদক বিক্রয়ের সময় ডিজে মাসুদকে আটক করা হয়।
আটককৃত আসামী মোঃ মাসুদুর রহমান @ ডিজে মাসুদ (২২) জেলার ফতু্ল্লার পাগলা বাজার শাহী এলাকার মোঃ হেদায়েত উল্লাহ’র ছেলে ।
র্যাব-১১, সিপিসি-১ এর কালিরবাজার শাখায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ০৭ মার্চ সোমবার সকালে র্যাব-১১, সিপিসি-১,এর এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার পাগলা শাহী বাজার কুমিল্লা সমিতি মডেল স্কুল এন্ড কলেজর গেটের সামনে থেকে ৭০ পিছ ইয়াবা,মাদক বিক্রির নগদ ১০০/- টাকা, ০১টি নোকিয়া মোবাইল সেটসহ মাদক বিক্রয়ের সময় আসামী মোঃ মাসুদুর রহমান @ ডিজে মাসুদ (২২) জেলার ফতু্ল্লার পাগলা বাজার শাহী এলাকার মোঃ হেদায়েত উল্লাহ’র ছেলেকে গ্রেফতার করেছেন। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ৭,০০০/- (সাত হাজার) টাকা।
আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।