বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ৪ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা, ১টি হাসুয়া, ১টি ছোরা, ৪টি মোবাইল, ৬টি সীম উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে বিষয়টি র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, ডাকাত সর্দার আসামী মোঃ স্বপন @ সাব্বির (৫০) শরীয়তপুর জেলার সোনারদৌড় গ্রামের মৃত মুসলিমেরে ছেলে,
মোঃ মন্টু মিয়া @ মঞ্জু মিয়া (৪৪) একই জেলার মাতবরকান্দি গ্রামের মোঃ কাশেম আলীর ছেলে, মোঃ আনোয়ার ব্যাপারী (৫৮)
ময়মনসিংহ জেলার কুড়িপাড়া গ্রামের মৃত রেজাউল ব্যাপারীর ছেলে, মোঃ শওকত (৩৮) মাদারীপুর জেলার ফুলবাড়ী গ্রামের মৃত আঃ হালেমের ছেলে।
রিজওয়ান সাঈদ জিকু জানান, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার বিভিন্ন মহাসড়ক,বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিরা সাকিনস্থ আমতলী টু টংগীবাড়ী রোডে হাসকিরা ব্রীজের পশ্চিম পাশে রাস্তার নিচে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ০৪ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুন্সীগজ্ঞের টংগীবাড়ী থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।