বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ বন্দরে ৪’শ পিছ ইয়াবাসহ কক্সবাজার ও ফরিদপুরের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিএসসি আদমজীনগর। গত বৃহস্পতিবার রাত ৮টায় বন্দর থানার মদনপুরস্থ গনি সুপার মার্কেটের মহিউদ্দিন ষ্টোরের সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে র্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের ডিএডি আব্দুল আজিজ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৮(১০)১৯। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কক্সবাজার জেলার টেকনাফ থানার হাঙ্গার ডেইল এলাকার মৌলভী আফজালুর রহমান মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী কেয়ায়েতুল্লা (৩২) ও ফরিদপুর জেলার ভাংগা থানার ব্রাক্ষনপাড়া এলাকার এলাকার কাঞ্চন শিকদারের ছেলে অপর মাদক ব্যবসায়ী ইসমাইল শিকদার (৪২)। গ্রেপ্তারকৃত ২ ইয়াবা ব্যবসায়ীকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ মামলার তদন্তককারি কর্মকতা ।