বিজয় বার্তা ২৪ ডট কম
নরসিংদী জেলার সদর থানার সেবাসংঘের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
আজ বুধবার বিকেলে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সজীব মিয়া (২৭), মো. আতিকুর রহমান রাজু (২৬)। অন্যজনের নাম জানা যায়নি। তবে তাদের সকলের বাড়ি নরসিংদীর সদর থানার কাউরিয়া পাড়ায়। গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নরসিংদীর সদর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদীর সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।