বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে র্যাবের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো- জেলার সদর মডেল থানার আলীরটেক উত্তর পাড়ার নজরুল ইসলামের ছেলে মোঃ স্বপন হোসেন (৩৫) ও একই এলাকার মোঃ মন্নাফ হোসেন @ আব্দুল মান্নানের ছেলে আকতার হোসেন (৩৫)। এ সময় র্যাব স্বপনের কাছ থেকে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, চুরি, ছিনতাই, মাস্তানী কাজে ব্যবহৃত ১টি রাম দা, ৭ টি চাকু, ১ টি চাইনিজ কুড়াল, ১ চাপাতি, মাদক বিক্রির নগদ ২ হাজার ৫শত ৪২টাকা, মাদক ও চুরি ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি মোবাইল সেট উদ্ধার করে। এ ছাড়া আক্তারের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করে। মঙ্গলবার বিকেলে র্যাব ১১’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী অধিনায়ক এএসপি শাহ্ শিবলী সাদিক রোববার দিবাগত গভির রাতে আলীর টেক উত্তরপাড়া এলাকায় অভিযান চালান। এসময় তিনি স্বপনকে ওইসব দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেন। একই সময়ে ওই এলাকা থেকে আকতার হোসেননে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গেস্খফতাররা আলীরটেক উত্তর পাড়ায় কতিপয় মাদক ব্যবসায়ী আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসার পাশাপাশি চুরি, ছিনতাই, মাস্তানি করে আসছিল। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।