বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে মুন্সিগঞ্জে ৬ চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
জেলার টংগিবাড়ী থানাধীন টংগিবাড়ী বাজার এলাকা থেকে চাঁদাবাজ চক্রের ০৬ জন সদস্যকে গ্রেফতার করে ।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ আমমান কাজী (২২), পিতা-মৃত হাসেম কাজী, মাতা-রেনু বেগম, সাং-আমতলী (৭নং ওয়ার্ড), ২। মোঃ মামুন হাওলাদার (৪০), পিতা-মোঃ রশিদ হাওলাদার, মাতা-হাওয়া বেগম, সাং-বড়লিয়া (৫নং ওয়ার্ড), ৩। মোঃ কাওসার সিকদার (২৫), পিতা-রবিউল সিকদার, মাতা-মাজেদা আকতার, সাং-বাঁশবাড়ী (৬নং ওয়ার্ড), ৪। মোঃ জসিম উদ্দীন (৩৫), পিতা-মৃত মরন শেখ, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-বড়লিয়া (৬নং ওয়ার্ড), ৫। মোঃ বিপ্লব সিকদার (২৫), পিতা-সুলতান সিকদার, মাতা-বিউটি বেগম, সাং-বাঁশবাড়ী (৬নং ওয়ার্ড) এবং ৬। আনিচ সিকদার (২৭), পিতা-মোঃ শহিদ সিকদার, মাতা-সালমা বেগম, গ্রাম-বাঁশবাড়ী (৬নং ওয়ার্ড), সর্ব থানা-টংগিবাড়ী, সর্ব জেলা-মুন্সিগঞ্জ’দেরকে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানাধীন টংগিবাড়ী বাজারস্থ ন্যাশনাল ব্যাংক লিমিটেড, টংগিবাড়ী শাখা মেইন রোড এলাকা থেকে বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।