স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসি বহাল রাখায় রোববার সারা দেশে হরতাল দিয়েছে দলটি।
বৃহস্পতিবার নিজামীর রায় প্রকাশের পর বাংলাদেশ জামায়াতে ইসলামির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ এ হরতালের ডাক দেন। রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করেন তিনি।
আজ আপিল বিভাগ নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন। এরপর জামায়াত এই কর্মসূচি দিল। ফাঁসির দণ্ড বহালের প্রতিবাদে আগামীকাল শুক্রবার দলটি দোয়া দিবস ও শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।