বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রূপালী বাগান এলাকায় আরিসিসি ড্রেন ও রাস্তা ঢালাই কাজ অত্যন্ত দ্রুতগতিতে শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় গুরুত্বপূর্ণ ওই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার। এ সময় উদ্বোধণীতে অংশ নেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রেজওয়ানা হক সুমি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের এক্স-এন প্রকৌশলী ইসমাঈল চৌধুরী,সহকারি প্রকৌশলী হাসানুল হক,সমাজ সেবক মোঃ মমতাজউদ্দিন,বিশিষ্ট সংগীত শিল্পী এম এ মান্নাহ,রূপালী পঞ্চায়েত কমিটির অন্যতম সদস্য মোঃ অহিদ হোসেন,মোঃ মিলন দেলোয়ার হোসেন,মোঃ দুলাল হোসেন,শেখ হারুন প্রমুখ। ঠিকাদারী প্রতিষ্ঠান রতœা এন্টারপ্রাইজের অধীনে রাস্তা-ড্রেন নির্মাণ কাজে ব্যায় ধরা হয়েছে প্রায় কোটি টাকা। দীর্ঘ দিন পরে হলেও গুরুত্বপূর্ণ এ রাস্তা-ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে সাধুবাদ জানিয়েছে।