বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে অভিযান পরিচালনা করে তিন শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বাগবেড় এলাকার খায়রুল ইসলাম, মোস্তফা মিয়া ও হুমায়ুন কবীর। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়াত-শিবিরের বেশ কিছু নেতাকর্মী বাগবেড় এলাকায় নাশকতামূলত কর্মকাণ্ড করার জন্য গোপন বৈঠক করছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেফতার করেন।
এ সময় জামায়াত নেতা ইস্রাফিল হোসেন বাদল ও হারুন অর রশিদ পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।