বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভাবের তাড়নায় শিলা বেগম নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে অতœহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে উপজেলার মুগরাকুল এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। শিলা বেগম শরিয়তপুর জেলার নরিয়া থানার শুভ এলাকার আল-আমিন মিয়া মেয়ে।
শিলা বেগমের মা সাহিদা বেগম জানান, ৫ বছর আগে মোগরাকুল এলাকার রনির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দেড় বছরের একটি মেয়ে ও ৭ মাসের একটি ছেলে সন্তানের জন্ম হয়। মঙ্গলবার সকালে শিলা বেগম ও রনির মধ্যে সংসারিক ভরণ পোষন দেওয়া নিয়ে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায় রনি তার কাজে চলে যায়। রনির উপর অভিমান করে শিলা বেগম গলায় ফাঁস দিয়ে অতœহত্যা করে।
মঙ্গলবার দুপুরে স্থানীয়রা শিলা বেগমের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খরব দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে শিলা বেগমের মা সাহিদা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করেন।