বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে ২’শ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের অলি মোল্লার ছেলে ওয়াসিম (৩০) ও হাসেম বেপারীর ছেলে মোজাম্মেল হক (২৮)।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন জানান, ওয়াসিম ও মোজাম্মেল হক চনপাড়াসহ আশ-পাশের এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। গোপন সংবাদের ভিত্তিত্বে চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২’শ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।