নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রূপগঞ্জে ১০ বোতল ফেন্সিডিলসহ জসিমউদ্দিন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে থানার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ফেন্সিডিল পাচারের কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো ল-১৪ ২৯৬০ নম্বরের) একটি মোটরসাইকেল উদ্ধার করে। ধৃত জসিমউদ্দিন জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন চরপাড়া এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। জানা যায়,জসিম দীর্ঘ দিন ধরে মোটরবাইকযোগে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ নানা প্রকার মাদক ফেরি করে বিক্রি করে আসছিল। প্রতিদিনের ন্যায় ভুলতা গাউছিয়া এলাকা হতে বাড়িতে যাওয়ার পথে গোলাকান্দাইল নামক স্থানে পৌঁছলে গোপন সূত্রে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব হোসেন ও সাব-ইন্সপেক্টর নান্নু মিয়া তার গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিমউদ্দিন পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।