বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খৈসাইর এলাকার টেপা সাত্তারের সহযোগী মো: আবদুর রহমানের পুত্র লিখন অবৈধভাবে অস্ত্র-গুলি নিজ হেফাজতে রাখার দায়ে গ্রেফতার হয় র্যাব-১’র একটি দলের অভিযানে। গত (৫ জানুয়ারী) তার নিজ এলাকা থেকে লিখনকে গ্রেফতার করা হয়।
বিশ্বস্ত সুত্রে জানা যায়, খৈসাইর এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হিসেবে সর্ব মহলে পরিচিত এই লিখন। শিক্ষা জীবনে সে প্রাইমারী পাশ,তিন ভাইয়ের মাঝে ২ য় সে। গত বছর তার পিতা অবদুর রহমান কৃষি কাজ করে অতী কষ্টে ধার-দেনা করে তাকে বিদেশ পাঠায়। কিন্তু পরিবারের কষ্টের কথা চিন্তা না করে বকাটে মাহমুদুর রহমান লিখন (২২) ১৫ দিনের মাথায় দেশে ফিরে আসে। দেশে আসার পর থেকেই অপরাধের সাথে আরও সক্রিয়ভাবে জড়িয়ে পরে এবং একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলে। তার সঙ্গীয় সহযোগীরা হলো (১) রাজন ওরুফে ছেনি রাজন (২২) পিতা-আফজল (২) রুহুল ওরুফে টেপা রুহুল (২২) পিতা-হবি গায়েন (৩) সোহেল ওরুফে গাঞ্জা সোহেল (২৪) পিতা-মজিবর (৪) শাহাদাত,গাফফার,রাকিব,ফরহাদসহ অনেকেই তার সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত বলে এলাবাসীর অভিযোগ। লিখন তার এ সঙ্গীয় বাহিনী নিয়ে এলাকায় মাদক বিক্রি,চাঁদাবাজি,জবর দখলসহ সরকারি জমির মাটি কেটে বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। তার বিরুদ্ধে রূগঞ্জ থানায় ১৯-০২-২০১৫ ইং তারিখে অবৈধ অনুপ্রবেশ করে মারধরে একটি মামলা হয়। যাহার নং-২৯। ২৮-০৬-২০১৬ ইং তারিখে হামজালা ট্রেক্সাইল পার্ক নামের একটি প্রতিষ্ঠানে লুটপাটের দায়ে একটি মামলা হয়। যাহার নং-৬৮। ২৫-১০-২০১৬ ইং তারিখে মারধরের অপরাধে মামলা। যাহার নং-১২। ১৪-০১-২০১৬ ইং তারিখে অস্ত্রসহ হামলা ও মারধরের অপরাধে আরও একটি মামলা হয়। যাহার নং -২৬। ০৫-০১-২০১৭ অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব-১। যাহার নং-১১। এছাড়াও তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধীক সাধারন ডায়রি ও অভিযোগ রয়েছে। শুধু তাই নয় তার নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়েছেন এলাকার একজন প্রবীন শিক্ষক ওসমান। বিগত কিছুদিন আগে শাকিল নামের এক ব্যক্তির সাথে ঝগড়া হলে লিখন তার সঙ্গীয়দের নিয়ে শাকিলের বাড়িতে যায়। শাকিলকে না পেয়ে তার মায়ের ওপর নিষ্ঠুর অত্যাচারসহ বাড়িঘর ভাংচুর করে।
ধৃত লিখন একজন বদ মেজাজি অপরাধী এবং সন্ত্রাসী প্রকৃতির লোক। তার অত্যাচারের শিকার এলাকার অনেকেই। অনেকে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েও প্রানের ভয়ে সাহস পায়না। লিখন কোন দলীয় নেতা না হয়েও যখন যে দল ক্ষমতায় আসে সে ওই দলের লোক হয়ে যায় এবং দলীয় ও প্রভাবশালীদের নাম ভাঙ্গীয়ে তার অপরাধ কর্মকান্ড চালিয়ে যেতে থাকে। তার অপরাধী কর্মকান্ডের জন্য গ্রেফতারকৃত লিখনের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের বিচার বিভাগীয়ের কাছে এলাকাবসী জোর দাবী।