নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকার হারভেস্ট রিচ কারখানার পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় অগ্নিসংযোগ করে অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ মহাসড়ক থেকে অবরোধ তুলে দেয়ার চেষ্টা করলে অবরোধকারীদের সাথে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০জন আহত হয়। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হারভেস্ট রিচ এল বেনেটেক্স পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অসন্তোষ হয়ে মহাসড়ক অবরোধ করে।
পরে শ্রমিকরা জানান, কারখানায় বর্তমানে প্রায় ১২শ শ্রমিক কাজ করছেন। শ্রমিকরা বেশ কয়েক দিন ধরেই কারখানা কর্তৃপক্ষের কাছে তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছে। গতকালা রবিবার দুপুরে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিলো। বেতন ভাতা পরিশোধ না করে মালিকপক্ষ বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন। এ কারণে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আজ সোমবার দুপুরে কর্মবিরতি দিয়ে কারখানার বাইরে অবস্থান করে বিক্ষোভ শুরু করে। পরে বেলা সাড়ে বারোটার দিকে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এসময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় দুইজন পুলিশসহ কমপক্ষে ১০জন আহত হয়। দুপুর আড়াইটায় রূপঞ্জ থানা পুলিশ, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ও স্থানীয় সাংসদ গাজী গোলাম দস্তগীরের হস্তক্ষেপে কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।