বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিক সাগর বর্মণ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি নাজমুল হুদাকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সাগর হত্যা মামলায় নাজমুলকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত আবেদনের ওপর শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা পুলিশের এস আই জসিম জানিয়েছেন, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার সঙ্গে কে কে জড়িত ও কি কারণে হত্যা করা হয়েছে এ সব তথ্য বেরিয়ে আসতে পারে।
তবে তিনি জানিয়েছেন, এ হত্যা মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, গত রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতন করে শিশু শ্রমিক সাগরকে। পরে তাকে আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।