নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার একমাত্র আসামি মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
শনিবার (১৫ মার্চ) বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার জয়নগর মাযাইর এলাকায় র্যাব-১১ ও র্যাব-৯ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার সিনি. সহকারী পরিচালক মোঃ শামসুর রহমান।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ ইব্রাহিম(৫৩) সুনামগঞ্জ জেলার জয়নগর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। বর্তমানে সে রুপগঞ্জের রুপসী বাগানবাড়ি এলাকার রুবেলের বাড়ীর ভাড়াটিয়া।
মামলা সূত্রে জানা যায় , গত ১৩ মার্চ ভুক্তভোগী ৭ বছরের শিশু কন্যা রূপগঞ্জ থানাধীন রূপসী বাগবাড়ি এলাকার মো. ইব্রাহিম এর মুদির দোকানের সামনে দিয়ে আসার সময় আসামি মো. ইব্রাহিম চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার দোকানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি মো. ইব্রাহিম ভুক্তভোগীকে ছেড়ে দেয়।
আরো জানা যায় যে, শিশুর বাবা মাকে ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ রয়েছে বাড়ীর মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে। পরে বিষয়টি জানতে পেরে ওইদিন রাতেই ইব্রাহীমসহ জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ করেন এলাকাবাসী। আসামির আচরণে ভুক্তভোগী ভয় পেয়ে অসুস্থ্য হয়ে পড়লে পরবর্তীতে তাকপ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা তাদের বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ধারবাহিকতায় গতকাল শুক্রবার ভুক্তভোগীর বাবা রুপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত আসামি ইব্রাহীমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।