বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে বর্ণমালা আনন্দ নিকেতনের প্রধান শিক্ষিকা রাশিদা বেগমকে প্রতিপক্ষের লোকেরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রশিদা বেগম জানান, তিনি বর্ণমালা আনন্দ নিকেতন কিন্ডার গার্ডেনটি খুব সফলতার সাথে প্রধান শিক্ষক হিসেবে পরিচালনা করে আসছে। পার্শ¦বর্তী ইসলাম বাগ আইডিয়াল কিন্ডার গার্ডেনটির মালিক মোসলেম মিয়া বর্ণমালা আনন্দ নিকেতন কিন্ডার গার্ডেনের সঙ্গে প্রতিযোগীতায় না পেরে দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধের জন্য কর্তৃপক্ষকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছে। এর জের ধরেই মোসলেমসহ তার লোকজন স্কুলের ভিতরে প্রবেশ করে যদি স্কুল বন্ধ না করে দেয় তাহলে রাশিদা বেগমকে হত্যা করা হবে বলে হুমকি ধামকি প্রদান করে। এ ব্যপারে অভিযুক্ত মোসলেম মিয়ার সঙ্গে যোগাযোগ করা তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।