বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্রী আফরিন আক্তার শিক্ষক কর্তৃক লাঞ্চিত ও নির্যাতিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। শনিবার দুপুরে উপজেলার দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তারা। এতে বক্তব্য রাখেন, সৈয়দ রফিকুল ইসলাম, এটিএম জাহাঙ্গীর, মুকুল পাশা, আমিন রানা, ফেরদৌসী জান্নাত রুমা, বিল্লাল হোসেন মেম্বার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্রী আফরিন আক্তারকে কোচিং ক্লাসে একই স্কুলের শিক্ষক ওমর ফারুক জাকির লাঞ্চিত ও নির্যাতিন করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লম্পট শিক্ষক ওমর ফারুক জাকির ও তার সহযোগী শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত তারা গ্রেফতায় হয় নি। উল্টো লম্পট শিক্ষক ওমর ফারুক জাকির, তার সহযোগী শাহ আলম ও তাদের শেল্টারদাতারা নির্যাতিত ছাত্রী আফরিন আক্তার ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে। এ ঘটনায় অভিলম্ভে লম্পট শিক্ষক ওমর ফারুক জাকির, তার সহযোগী শাহ আলম ও তাদের শেল্টারদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।