নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
আদমজীতে অবস্থিত র্যাব-১১ বাহিনীর একটি আভিযানিক দল ১ টি রিভলবার উদ্ধারসহ ২ জন সন্ত্রাসী ও ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে।র্যাবের লেঃ কমান্ডার মোঃ গোলজার হোসেনের নেতৃত্বে মঙ্গলবার দুপুর আড়াইটায় রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রস্থ খলিলুর রহমানের নির্মাণাধিন বাড়ীতে জুয়ার আড্ডাস্থলে অভিযান চালিয়ে ১ টি রিভলবার ও নগদ ২ হাজার ৫৩০ টাকাসহ আবদুল মালেক(৪০) ও খলিলুর রহমান (৪০) নামে সন্ত্রাসীকে গ্রেফতার করে।ধৃত মালেক একই এলাকার মৃত নূরুল হক আর খলিল মোঃ ফজলুর রহমানের ছেলে।এসময় একই সাথে জুয়াখেলারত আরো ৭ জনকে গ্রেফতার করা হয়।ধৃত জুয়াড়ীরা হলো, চাঁদপুর জেলার মতলব থানার সেলকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা চনপাড়ার বাদশামিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত খলিল সরকারের ছেলে রুবেল(২১),চনপাড়া ৮ নং ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে লিটন (৩৬),৬ নং ওয়ার্ডের মুকসেদ বাঘার ছেলে সিদ্দিক (৪৮),ময়মনসিংস জেলার ইশ্বরগঞ্জ থানার কুমুরিয়ার চর গ্রামের নূরুল ইসলামের ছেলে চনপাড়া ৪ নং ওয়ার্ড আলী বামারের বাড়ীর ভাড়াটিয়া সজিব (৩০), ৬ নং ওয়ার্ডে বাদশা মিয়ার ছেলে বাবু (৩৮),বরিশাল জেলার গৌরনদী থানার আগৈলজরা গ্রামের আবদুল লতিফের ছেলে চনপাড়া ৪ নং ওয়ার্ড এলাকার ভাড়াটিয়া মোঃ ফরিদ (২৫) ও একই এলাকার মৃত করিম হাওলাদারের ছেলে আলমগীর মিয়া (২০)।র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,আসামী আব্দুল মালেক ওই এলাকায় অস্ত্রসহ অবস্থান করে নিয়মিত জুয়া খেলতো এবং অস্ত্রের ভয় দেখিয়ে জুয়ার আড্ডা থেকে নিয়মিত চাঁদা তুলতো।র্যাব-১১ এর গোয়েন্দা দল আসামী আব্দুল মালেকের গতিবিধি নজরদারীতে রেখে অস্ত্রসহ অবস্থান নিশ্চিত হয়ে তাকে ও তার অন্যতম সহযোগী মোঃ খলিলুর রহমানকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে।ধৃত সকলকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে আইনগত ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়াধিন রয়েছে।