বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাম্বলীদের রাধাষ্টমী উৎসব পালিত হয়েছে। রাধা মহাময়তীর জন্ম আগতম তিথি উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী বাংলাদেশ ইসকনের ব্যবস্থাপনায় উপজেলার সদর ইউনিয়নের ভিংরাবো এলাকার রাধা গোবিন্দ মন্দিরে এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাধা-গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংস কৃষ্ণ ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রত্নেশ্বর দাস, ত্রীভঙ্গ শ্যামদাস, রাধা গোবিন্দ দাস (রাজিব), শুভাত্মা গোবিন্দ দাস, শুভ নিতাই গৌড় দাস, নিধি কৃষ্ণ দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, রুপেন্দ্র গৌর দাস, ডাঃ পরিমল, শ্রী দ্বিগেন চন্দ্র বিশ্বাস, হরিহর চন্দ্র দাস, পরিতোষ চন্দ্র দাসসহ অসংখ্য পুজারী ও ভক্তবৃন্দ। অনুষ্ঠানে যজ্ঞ, সংকৃত্তন, মহাহরী নাথ নাম, অধিবাস কৃত্তন ও প্রসাদমের মাধ্যেমে দুপুরে সমাপ্ত করা হয়।