নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের গাড়ি রিকুজেশনকে কেন্দ্র করে যুবলীগকর্মীদের হামলায় পুলিশের দুই এসআইসহ ৪ পুলিশ আহত হয়েছে। এসময় ট্রাফিক পুলিশের এএসপির পিকআপ ভ্যান ও পুলিশ বক্্র ভাংচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য গাড়ি রিকুজেশনের জন্য বুধবার সন্ধ্যা সাতটার দিকে তারাবো বিশ্ব রোড গোলচত্বর এলাকায় পুলিশের একটি দল অবস্থান নেয়। এসময় ব্রাহ্মণবাড়িয়ার একটি নোহা মাইক্রোবাস আটক করলে তারাবো পৌর যুবলীগের সভাপতি আব্দুল আউয়াল গাড়িটি ছেড়ে দেয়ার জন্য পুলিশকে চাপ দেয় এবং ক্ষিপ্ত হয়ে বাগবিতন্ডা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তার সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ বক্্র হামলা ও ভাংচুর চালায়। ট্রাফিক পুলিশের এএসপির পিকআপভ্যানের গ্লাস ভাংচুর করা হয়। তারা ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহন চলাচলও বন্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় রূপগঞ্জ থানায় এসআই ফরিদ হোসেন, শাজাহান মিয়াসহ ৪ জন আহত হয়।
তারাবো পৌর যুবলীগের সভাপতি আব্দুল আউয়াল পুলিশের হামলা ও গাড়ির ভাংচুরের বিষয়ে তিনি বলেন, যেহেতু আমার কয়েকশ’ লোকজন ছুটে এসেছে তাই তাদের ইট পাটকেলে গাড়ি ভাংচুর ও হামলায় কেউ আহত হয়ে থাকতে পারে।
ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাধা দেয়ার ঘটনা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।