বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ রূপগঞ্জ’র তারাব পৌরসভার সুতালাড়া এলাকায় জামান মোল্লা গংরা মিথ্যা মামলা দিয়ে কিছু নিরীহ মানুদের হয়রানি করছে এমন অভিযোগ উঠেছে। থানায় মামলা দিয়ে তাদের ওপর হামলা করলেও প্রশাসন রয়েছেন নিরব ভূমিকায়।
জানা গেছে,তারাব পৌরসভার সুতালাড়া এলাকার নিরীহ বাসিন্দা ইয়ার হোসেন,জাহাঙ্গীর,মোজাম্মেল ও ইসলাম গংরা মাদক বিক্রিতে বাধা দেয়ায় তাদের ওপর মিথ্যা মামলা ও হামলা করছে উক্ত এলাকার বাসীন্দা জামান মোল্লা,তার ছেলে মোহাম্মদ আলী,কুদ্দুস ও শাহজালাল গংরা। এদিকে সেই মিথ্যা মামলার আসামীরা জামিনে মুক্ত হয়ে আসলে মামলার বাদী জামান মোল্লা গংরা তাদের নিকট থেকে ১০ লক্ষ টাকা দাবী করে। দাবীকৃত টাকা না দেয়াতে আসামীদের হয়রানি করতে থানায় আবারো একটি সাজানো নাটক করে অভিযোগ দায়ের করে বাদী পক্ষ। অভিযোগে তারা উল্লেখ করে জামিনে এসে আসামীরা নাকি তাদের হুমকি দিচ্ছে। অথচ উল্টো আসামীদের নিটক টাকা দাবী ও হুমকি ধামকি দিচ্ছে জামান মোল্লা গংরা। পরে আসামী পক্ষ উপায় অন্ত না দেখে তারা রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয় বাদী পক্ষ তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলকভাবে একটি মামলা দায়ের করে। সেই সাথে আসামীদের নিকট নগদ ১০ লক্ষ টাকা দাবী করে। ঐ টাকা না দেয়াতেই তারা গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আসামী পক্ষের।
উল্লেখ্য,গত ৩০-০৬-১৬ ইং তারিখে জামান মোল্লার সহযোগী কুদ্দুস ও শাহজালালকে মাদক বিক্রিতে বাধা দেয় জাহাঙ্গীর গংরা। এই ঘটনার জের ধরে জাহাঙ্গীরের ওপর লাঠি-সোঠা,রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় জামান মোল্লা,তার ছেলে মোহাম্মদ আলী,শাহজালাল ও কুদ্দুস গংরা। তাদের নিজেদের আঘাতেই আহত হয় মোহাম্মদ আলী। ঐ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে জামান মোল্লা। অথচ প্রথমে থানায় অভিযোগ করে জাহাঙ্গীর। কিন্তু থানা পুলিশ পক্ষ নেয় জামান মোল্লার। ফলে তার পক্ষ থেকেই মামলা দায়ের করা হয়। এই ঘটনার সুষ্ঠ তদন্ত’র মাধ্যমে বিচার দাবী করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীরের পরিবার।