বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ৪ দিন পর পাপিয়া আক্তার (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকা থেকে পাপিয়া আক্তারের লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া জানান, গত রোববার সকাল ৬ টার দিকে দাউদপুর ইউনিয়নের বীর হাটাব এলাকার হাসিব রাজের মেয়ে ও স্থানীয় দেবই কাজীরবাগ হিফজুল কোরআন আলিম মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী পাপিয়া আক্তার তার মায়ের কাছে টয়লেটে যাবার কথা বলে নিজ ঘর থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এদিকে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাশ্বর্বতী দেবই এলাকার আমিনউদ্দিন মাষ্টারের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করার পর নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের লোকজন লাশ দেখে চিনতে পারে এটা পাপিয়ার লাশ। লাশের বুকে ও পায়ে কালো দাগের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে ইন্সপেক্টর জানান। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বুধবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের হারিন্দা এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে মস্তক ও হাতপা বিহীন গলিত লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া লাশটি প্রায় ৬ মাস আগে নিখোঁজ হওয়া স্থানীয় আব্দুল হক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র ও হারিন্দা এলাকার মৃত আব্দুল মবিনের ছেলে এমরান হোসেনের বলে ধারণা করছেন তার পরিবার ও স্থানীয়রা।