বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে আলী হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কালনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার চরপাড়া এলাকার মোকলেচ মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইানচার্জ মাহমুদুল হাসান জানান, শনিবার রাতে রূপগঞ্জে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ। কালনী এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ইয়াবা বিক্রি করার সময় আলী হোসেনকে ৫৩ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।