বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের রূপগঞ্জে ১৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার আজুইরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ওই এলাকার শাহামদ মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ( এস আই) শফিকুল ইসলাম জানান, আমিনুল ইসলাম আজুইরাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে খুচরা ও পাইকারী মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। বুধবার সকালে আজুইরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল ইসলামকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামীকে নারায়নগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।