নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জে রূপগঞ্জে দেলোয়ার হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার মৃত নুর উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিমউদ্দিন জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কায়েতপাড়া,কামশাইরসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ পিছ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাকে ভাম্যমান আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত ওই মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তকে নারায়নগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।