নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মনির হোসেন ওই এলাকার জাহাঙ্গীর খন্দকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ আশ-পাশের এলাকায় দীর্ঘদিন ধরে মনির হোসেন, মাক্কি ও একই এলাকার আবু সাইদের ছেলে মিল্লাত হোসেন বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিল। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে মনির হোসেন ও তার বন্ধু মাক্কির সঙ্গে মিল্লাত হোসেনের বাকবিত-া ও মারপিটের ঘটনা ঘটে। পরে রোববার ভোর ৩টার দিকে একদল দুর্বৃত্ত মনির হোসেনকে মোবাইলফোনে বাড়ি থেকে ডেকে আনে। এরপর ওই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে মনির হোসেনকে ধাওয়া করে খেলার মাঠ এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যা করে।
এদিকে নিহত মনির হোসেনের পরিবার জানান, মিল্লাতসহ তার লোকজনই এ হত্যাকা- ঘটিয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, হত্যাকা-ের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত মনির হোসেনের মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।