বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার মাদকস¤্রাট মিজানুর রহমানকে (২৬) র্যাব-১ এর সদস্যরা গতকাল ২৮ এপ্রিল বুধবার ৩ হাজার ৯শত ৬০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে। সে বরাবো গ্রামের হযরত আলীর ছেলে। এসময় দু’টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য ১১ লাখ ৮৮ হাজার টাকা। সে দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে বলে অভিযোগ রয়েছে। তার বিরূদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।