নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জে রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন বাচ্চু মিয়া (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় ঘটে এ ঘটনা।
আহতের ছেলে রেজাউল মিয়া জানান, জ্বালানি লাকরির জন্য নিজ জমিতে থাকা একটি গাছ কেটে ফেলেন তার বৃদ্ধ বাবা বাচ্চু মিয়া। এতে একই এলাকার প্রতিপক্ষ চাঁন মিয়া বাঁধা প্রদান করেন। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চাঁন মিয়া ধারালো রামদা দিয়ে বাচ্চু মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে