বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়িক ও রাজণীতিক বিরোধের জের ধরে, ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ সহ হামলার ঘটনা ঘটেছে। এ সময় শাহীন মিয়া (২৬) নামে এক নৈশ্যপ্রহরী গুরুত্বর আহত হয়। গত রাতে উপজেলার কাঞ্চন পৌর সভার মায়ারবাড়ি এলাকায় একটি আবাসন প্রকল্পের সাইড অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাইড অফিসের ইনচার্জ কবির মিয়া বাদি হয়ে সোমবার দুপুরে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কবির মিয়া জানান, ওই অফিসে পাহারাদার হিসেবে কাজ করতো শাহীন মিয়া। রবিবার রাতে অফিসে শাহীন ও তার সহকর্মী জিয়াউল হক, সারোয়ার হোসেন বসে কাজ করছিলো। এ সময় স্থানীয় সন্ত্রাসী রবিউল আলম (৪২), মতিউর রহমান (৩৮), ইসলাম উদ্দিন (৪৫), নবীউল ইসলাম (৪০) সহ ৩০-৩৫জন অস্ত্রধারী পিস্তল, রামদা, চাপাতী, লোহার রড দিয়ে অতর্কীত হামলা চালায়। এসময় ল্যাপটব, টেলিভিশন, চেয়ারটেবিল সহ আসবাবপত্র ব্যপক ভাংচুর করে। এতে বাঁধা দিলে সন্ত্রাসীরা শাহীনকে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে শাহীনকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে ও ফাঁকা গুলি ফুটাতে ফুটাতে সন্ত্রাসীরা চলে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।