বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জের ফকির ফ্যাশনের শ্রমিক পরিবহনের একটি বাস খাদে পড়ে ৫ শ্রমিক নিহত ও ৫০জন আহত হয়েছে। আহতদের ঢাকাসহ রূপগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজ লেখা পর্যন্ত সুইং অপারেটর লুনা আক্তার নামে ১ শ্রমিক নিহতর কথা স্বীকার করেন কম্পোনীর সিকিউরিটি ইনচার্জ সিরাজুল ইসলাম ও জেনারেল ম্যানেজার কায়েস আহমেদ। কিন্তু শ্রমিকদের দাবী নিহতর সংখ্যা ৫জন। ঘটনা ঘটে বুধবার (২৪ মে) সকাল সাড়ে ৭টায় এশিয়ান হাইওয়ে সড়ক সোনারগাও শিংলাব এলাকায়। প্রত্যক্ষদর্শী (শ্রমিক) রুমানা ও রোকসানা জানান সকাল ৭টায় আড়াই হাজার শেষকান্দী এলাকা থেকে ফকির ফ্যাশনের বাসে করে আসছিল তারা। আসার সময় চালক মোবাইলে কথা বলে ও বাসটি চালাতে থাকে। বাসটি শিংলাব এলাকার আসর পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা কোন রকম বেঁচে গেলেও বাসের ৫জন শ্রমিক নিহত হয়েছে। আর অন্তত ৫০জনের মত শ্রমিক গুরুত্বর আহত হয়েছে। বাস খাদে পড়ার পর এলাকাবাসী আমাদের উদ্ধার করে অনেককে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। এ দূর্ঘটনার পর হাইওয়ে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ৪ঘন্টা গাড়ী চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফকির ফ্যাশনের সিকিউরিটি ইনচার্জ সিরাজুল ইসলাম ও জেনারেল ম্যানেজার কায়েস আহমেদ ঘটনাস্থলে এসে শ্রমিকদের আশ্বস্ত করে। পরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। নিহতর সংখ্যা জানতে চাইলে জিএম কায়েস আহমেদ জানান, নিহত একজন শ্রমিকের লাশ আমরা পেয়েছি এবং তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ পর্যন্ত আর কোন লাশের খবর পাওয়া যায়নি। এ ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম, ইন্ডাষ্ট্রিজ পুলিশের কর্মকর্তা রেজা আহমেদ, আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদরুল আলম উপস্থিত থেকে উদ্ধার কাজে অংশ নেয়।