বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় বজ্রপাতে ইউসুফ বেপারী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার রাত ৭টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের তালাশকুট এলাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত ইউসুফ বেপারী ওই এলাকার মৃত নেয়াজ আলী বেপারীর ছেলে।
নিহত কৃষকের ছেলে শাহআলম জানান, সকালে তার বাবা ইউসুফ বেপারী ছোট নৌকা নিয়ে বর্ষার পানিতে বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান। দিনব্যাপী মাছ ধরার পর সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরার পথে প্রচ- বেগে ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় তার বাবা বজ্রপাতে শরীরের বিভিন্ন স্থান ঝলসে গিয়ে নৌকা থেকে পড়ে পানিতে তলিয়ে যান। সন্ধ্যার পর অন্ধকার হয়ে গেলেও বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে ভাসমান নৌকা দেখে পানি থেকে ইউসুফ বেপারীকে উদ্ধার করে রাজধানীর কোনাপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ইউসুফ বেপারীকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, এমন একটি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।