বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে রফিকুল ইসলাম ওরফে চেনুকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গত শনিবার রাতে চেনুর বসত বাড়িতে এবং পাশ্ববর্তী শাহিনের নবনির্মিত বিল্ডিং এ দু’দফা সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তার হাত ও পায়ের রগ কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয়। স্থানীয়রা মূর্মূষ অবস্থায় রফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় রবিবার রফিকুল ইসলাম ওরফে চেনুর স্ত্রী মানসুরা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামীদের গ্রেফতার করেনি।
মামলা সুত্রে জানা যায়, রূপগঞ্জ থানার ভূলতা ইউনিয়নের ছোনাব এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম চেনুর উপর সন্ত্রাসী আব্দুল বারেক (৪৫), পিতা- মৃত সামছুদ্দিন, সাং- ছোনাব, মোখলেছ (৪০), পিতা- মতিউর রহমান, সাং- কাহেনা, বেলাব, সোনারগাঁ, নিলুফা আক্তার (৪০), স্বামী- আব্দুল বারেক, সাং- ছোনাব, মাহমুদা (৩৫), স্বামী- মোখলেছ,সাংগ কাহেনা ও ইব্রাহীম খলিল ওরফে বিল্লাল (৩৮) পিতা অপ্সাত, জেলা- শরিয়ত পুর, বর্তমানে শ্বশুর মৃত সামছুদ্দিনের বাড়ির বাসিন্দা হামলা চালায়। সন্ত্রাসী ধারালো অস্ত্র, খুর ও ছোড়া দিয়ে রফিকুলের দুই হাত, দুই পা ও পেটে আঘাত করে রক্তাক্ত জখম করে। মামলার বাদী মানছুরা বেগম জানায়, পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত এক নং আসামী বারেক তার স্বামী রফিকুলকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর বারেক ও তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে তার স্বামী রফিকুলের দুই হাত, দ্ইু পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে রফিকুলকে উদ্ধার করে মূর্মূষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে তার স্ত্রী জানায়। এ ঘটনায় রফিকুলের স্ত্রী মানছুরা বেগম রূপগঞ্জ থানায় দঃবিঃ ১৩৪/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় ৫ জনকে আসামী করে এশটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৮, তারিখ ১২/১১/২০১৭ইং। গতকাল সোমবার পর্যন্ত পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানায়, আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।