বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোহাম্মদ আলী ওরফে রিপন সরদার নামের এক প্রতারক ভুয়া কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) মাদারিপুর জেলার বেদেপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ঠেংগামারা বেদেপাড়া এলাকার খোরশেদ সরদারের ছেলে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক ফয়সাল আলম বলেন, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার খোকন মিয়ার ছেলে ইমরানের হটকিং লিমফোমা রোগ হয়।এর পর থেকে তিনি বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ায় তার ছেলেকে। সর্বশেষ না সেড়ে উঠায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওখানেই প্রতারক ভুয়া কবিরাজ মোহাম্মদ আলীর পরিচয় হয়। প্রতারক মোহাম্মদ আলী কয়েকদিন তার ছেলেকে ঝাড়ফুক করে ৫ ধাপে ১৭ লাখ টাকা দেন। পরে মোহাম্মদ আলী ইমরানকে ভারত নিয়ে চিকিৎসা করাবেন বলে আরো ১০ লাখ টাকা দিতে বলেন। এতে তিনি অস্বীকৃতি জানালেই প্রকাশ পায় যে তিনি প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারেন। পরে তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ঠেংগামারা বেদেপল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।