বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (বস্তি) এলাকায় আইনশৃংখলাবাহিনীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেছেন। অভিযানকালে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ সন্দেহজনক ভাবে ৪২ জনকে আটক করা হয়। ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ বিশেষ অভিযান পরিচালনা করেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (বস্তি) এলাকায় সবচেয়ে বেশি মাদক বিক্রি-সেবন ও অপরাধমুলক কর্মকান্ড ঘটে থাকে। ওই এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামীর সংখ্যাও অনেক বেশি।
এছাড়া বিভিন্ন জায়গা থেকে অপরাধীরা এখানে এসে গা ঢাকা দিয়ে থাকে।
সকাল ৯টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, আসমা সুলতানা নাসরিন ও হোসাইন মোহাম্মদ আল জুনায়েতের নেতৃত্বে এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিুর রহমান, মতিউর রহমান (অপরাধ)সহ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিপুল পরিমান আইনশৃংখলা বাহিনীর সদস্য চনপাড়া পূর্নবাসন কেন্দ্র (বস্তি) এলাকায় অভিযান পরিচালনা করেন।
বিকেল পর্যন্ত বিশেষ অভিযানে মোট ৪২ জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে খায়রুল ইসলাম, বাবু, খলিল ওরফে হিরা, আল-আমিন, কাবিল উদ্দিন, আলমগীর হোসেন, শিপন, মনির, জহির, রশিদ শেখ ও রাজা মিয়ার কাছে বিভিন্ন ধরনের মাদক পাওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরো ৫ জনকে আটক করা হয়। বাকি ২৬ জনকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। সন্দেহজনক আটকদের যাচাই-বাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।